কিরণ সেখ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। তারই বহিঃপ্রকাশ, হুম্মাম কাদের চৌধুরীকে আদালত চত্বর থেকে উঠিয়ে নেওয়া ।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার হুম্মামের আইনজীবী আমিনুল গনি অভিযোগ করেন, তার মক্কেল আদালতে আসার পথে ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) লোক পরিচয়ের কয়েকজন ব্যক্তি তাকে আটক করে নিয়ে গেছে।
মির্জা আলমগীর বলেন, বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতারের হিড়িক চলছে। এর পরিপ্রেক্ষিতে বলা যায়, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। হুম্মামকে আদালত চত্বর থেকে উঠিয়ে নেওয়া তারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, আদালত চত্বর থেকে কাউকে গ্রেফতার করা কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে উঠিয়ে নেওয়া বিধিবিধান বহির্ভূত কাজ। এটি আইনের শাসনের চরম অবনতির বহিঃপ্রকাশ। এসময় মির্জা ফখরুল অবিলম্বে হুম্মামের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম