এল আর বাদল : আগে কখনো কোনো বাংলাদেশির ভাগ্য হয়নি অলিম্পিকের মশাল বহন করার। এবারই ব্রাজিলের রিও অলিম্পিকে প্রথম কোনো বাংলাদেশি মশাল বহন করলেন।
বাংলাদেশের হয়ে কে মশাল বহন করবেন, তথ্যটি আগেই সবার জানা ছিল। শান্তিতে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস অলিম্পিক মশাল হাতে ব্রাজিলের রিও নগরী প্রদক্ষিণ করলেন।
গত বুধবার অলিম্পিক কমিটির সভায় দীর্ঘ ৪৫ মিনিট বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের বরেণ্য এ অর্থনীতিবিদ। এরপর মশাল হাতেও হাস্যোজ্জ্বল ছিলেন রিওর রাস্তায়।
শিখার যাত্রা শুরু হয় রিওর অলিম্পিক পল্লী থেকে। এরপর রিওর পশ্চিমের শহরতলী কাম্পো গ্রান্দেতে আসার পর সেটি হাতে নেন ড. ইউনূস। ২০০ মিটার দূরত্ব হেঁটেছেন সেই শিখা নিয়ে। এ সময় রাস্তার দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক। তাদের দিকে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন ইউনূস। এ সময় কড়া নিরাপত্তার মধ্যেই ছিলেন তিনি।
ইউনূসের এ মশাল হাতে নেওয়ার একটা ভিডিও পোস্ট করেছে রিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইট। এই মশাল ধীরে ধীরে এগিয়ে যায় স্টেডিয়ামের দিকে। উদ্বোধনের ঠিক আগে স্টেডিয়ামে মূল মশালটি প্রজ্বলন করেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। উল্লেখ্য, গ্রিসের অলিম্পিয়া শহর থেকে যাত্রা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। এরপর অলিম্পিকের সেই মশাল ব্রাজিলের কাছে আসে মে মাসে। সম্পাদনা : এম আলম