অরিজিৎ দাস চৌধুরি : সার্ক দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে গিয়ে তাদের দেশের বিরুদ্ধেই বলে এসে আজ নিজের সংসদে নিজের বয়ান দিয়েছেন। সার্ক সম্মেলনে ভারত পাকিস্তান দুটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই দুজনে দুজনকে কড়া আক্রমণ করেছেন। এরমধ্যেই পাকিস্তান মিডিয়ার তরফ থেকে খবর প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সার্ক সম্মেলনের মাঝই রাজনাথ নাকি রেগে গিয়ে বেরিয়ে যান। সেখানকার খবরে বলা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে যখন কাশ্মীর প্রসঙ্গ তোলা হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তখনই রেগে যান এবং সম্মেলন শেষ হওয়ার আগেই বেরিয়ে চলে যান। এরপর নাকি তিনি হোটেলে চলে যান। এমনকি তিনি নাকি লাঞ্চেও ছিলেন না।
দুই দেশের সম্পর্ক যে খারাপ হয়েছে সেটা বোঝা গেছে তখনই যখন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ হওয়া সত্ত্বেও তারা ঠিক করে হাতও মেলাননি। ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানি কর্মকর্তাদের বলেন, ভারতে এখন সংসদের কার্যপ্রণালী চলছে। সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব তাড়াতাড়ি ভারতে পৌঁছতে হবে। তাই তিনি বেরিয়ে গেছেন। এদিকে ভারত থেকে যাওয়া সাংবাদিকদেরও এ সম্মেলনের একটিও ছবি তুলতে দেওয়া হয়নি। সে কারণে ভারতের কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের কর্মকর্তাদের অনেকবার ঝগড়াও হয়।
আবার স্বরাষ্ট্রমন্ত্রীসহ ভারতীয় যে দলটি পাকিস্তানে গিয়েছিল তারা ফেরার সময় বিমানবন্দরে পাকিস্তানের কোনো কর্মকর্তা তাদের ছাড়তে আসেননি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও কাশ্মীরের বিষয়টি তুলে বলেন, নির্দোষ লোকেদের মেরে ফেলাটাও সন্তাসবাদী কার্যকলাপের সমান। তেমনই সন্ত্রাসবাদ এবং স্বাধীনতার লড়াইয়ের মধ্যেও তফাত আছে। এরপরই ভারতের তরফ থেকে বলা হয়ে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তানকে আগে বন্ধ করতে হবে। সম্পাদনা : সুমন ইসলাম