• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ভারত শান্তির চেষ্টা করলেও সদিচ্ছা নেই পাকিস্তানের : রাজনাথ

প্রকাশের সময় : August 6, 2016, 12:00 am

আপডেট সময় : August 5, 2016 at 11:42 pm

আবু সাইদ : ভারতে যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দল-মত বিচার না করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্রের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। ইসলামাবাদে সার্ক বৈঠক সেরে ফিরে সংসদে দাঁড়িয়ে এ কথা বললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল সন্ত্রাসের প্রশ্নে একাট্টা হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অবস্থানই দেখিয়ে দিচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত কতটা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্বীকার করে নেন, তার বক্তৃতার সম্প্রচার আটকানোয় মরিয়া ইসলামাবাদ ভারতীয় সাংবাদিকদের সার্ক সমাবেশে প্রবেশাধিকার দেয়নি। তবে এ ব্যাপারে প্রটোকল ভাঙা হয়নি বলে পাকিস্তানের দাবি ঠিক কিনা তার জানা নেই। এর আগের সার্ক বৈঠকগুলোয় কী প্রটোকল মানা হয়, তা বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে জানবেন তিনি। সূত্র: এনডিটিভি
নিজের বক্তৃতা সেরে যেভাবে মধ্যাহ্নভোজ না করেই রাজনাথ দ্রুত দিল্লির বিমান ধরেন, তার মাধ্যমে সন্ত্রাসকে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে নজিরবিহীন কড়া বার্তা দেওয়া গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, পাক স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে নিজের গাড়ি করে চলে যান। তখন বেরিয়ে যান তিনিও। এ জন্য তার কোনো আফশোস নেই। কারণ তিনি ওখানে লাঞ্চ সারতে যাননি।
তার কথায়, দলমত নির্বিশেষে এ দেশের প্রত্যেক প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা চালিয়েছেন। রাজনাথের তির্যক মন্তব্য, ইয়ে পড়োশি হ্যায় কি মানতা হি নেহি।
এর আগে এদিন দলমতনির্বিশেষে সব রাজনৈতিক দল পাকিস্তানে রাজনাথের কণ্ঠরোধের যে চেষ্টা হয়েছে, তার তীব্র নিন্দা করে। কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, পাকিস্তান যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রটোকল মতো সম্মান ও মর্যাদা না দেয়, তা মেনে নেওয়া যায় না। জেডিইউ নেতা শরদ যাদব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি পাকিস্তানের ব্যবহার অত্যন্ত নিন্দনীয়, পুরো দেশ এ ইস্যুতে ঐক্যবদ্ধ। উল্টোদিকে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, এতদিন লোকচক্ষুর আড়ালে, গোপনে ভারতকে টুকরো করার চেষ্টা করলেও এবার প্রকাশ্যে, প্রতিদিন ভারতকে ভেঙে ফেলার কথা বলছে পাকিস্তান। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)