মমিনুল ইসলাম: সিঙ্গাপুরে এক নারীর শ্লীলতাহানীর দায়ে রানা মাসুদ নামে (৩৬) এক বাংলাদেশিকে পাঁচ মাসের জেল দিয়েছে আদালত। মামলার শুনানি শেষে শুক্রবার এ সাজা দেওয়া হয়। স্ট্রেইটস টাইমস।
আদালতে রানার বিরুদ্ধে জোরপূর্বক এক নারীর শ্লীলতাহানী করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া ভুয়া কাগজপত্র ব্যবহার করে অতিরিক্ত সময় অবস্থান করার কথাও স্বীকার করে সে।
কাজের অনুমতির মেয়াদ পার হওয়ার পরও ১৩ দিন অবস্থান করার কথা স্বীকার করে। এজন্যও তাকে দ-িত করা হয়। যা ওই পাঁচ মাসের মধ্যে অন্তর্ভুক্ত।
আদালতের শুনানি অনুযায়ী, গত ৮ জুলাই ২৯ বছর বয়সী ভুক্তভোগী নারী একটি সরু গলিতে অবস্থান করার সময় তাকে উত্ত্যক্ত করে বাংলাদেশি। এখানে ভুক্তভোগী নারী তার এক পুরুষ বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ