ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের কচুয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি ও কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এমএ মোতালেব মিজি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সূত্র : যুগান্তর অনলাইন
গতকাল শুক্রবার সকালে চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক ফিরোজ ও এএসআই নাছির উদ্দিন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মোতালেব জগতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
কচুয়া থানার ওসি একেএমএস ইকবাল জানান, মোতালেব তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ উস্কানিমূলক পোস্ট দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালাচ্ছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হলে গত ২৮ জুলাই তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেওয়ায় এমএ মোতালেবকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম