• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানিতে ইন্টারনেট গতি বেড়েছে ভারতে

প্রকাশের সময় : August 6, 2016, 12:49 am

আপডেট সময় : August 6, 2016 at 12:49 am

মমিনুল ইসলাম : কক্সবাজার হয়ে ত্রিপুরার আগরতলায় রপ্তানি করা ব্যান্ডউইথে ইন্টারনেট সংযোগের গতি বেড়েছে ভারতের উত্তর-পূর্বের আট রাজ্যে। শুক্রবার ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া
আগরতলায় বিএসএনএলের মহাব্যবস্থাপক রবিচন্দ্র সাংবাদিকদের বলেন, সিকিমসহ উত্তর-পূর্বের আট রাজ্যে ইন্টারনেট সংযোগ আরও বেগবান হয়েছে। এতে ইন্টারনেট ব্যবহারকারীরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন, মেঘালয়ের সিলং, মিজোরামের আইজাবি ও গুয়াহাটির সঙ্গে প্রয়োজনীয় প্রযুক্তিগত সংযোগ প্রদানের কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া কলকাতা ও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলোকে শিগগিরই সংযুক্ত করা হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত ২৩ মার্চ থেকে ব্যান্ডউইথ রপ্তানি শুরু করে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে উদ্বোধন করেন।
বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’খ্যাত সাত রাজ্যের জন্য এ ব্যান্ডউইথ নিচ্ছে ভারত। বাংলাদেশের এ ব্যান্ডউইথ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর ও অরুণাচল রাজ্যে ব্যবহৃত হবে। এ থেকে প্রতি বছর বাংলাদেশের আয় হতে যাচ্ছে ৯ কোটি ৩৬ লাখ টাকা। দুই দেশের চুক্তি অনুযায়ী ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)