রিকু আমির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ঢাকার বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করে বলেছেন, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করবেন না। জঙ্গি সন্দেহে যদি এটা করেন তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশুসহ!
শুক্রবার রাতে নিজ ফেসবুক একাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন।
ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে তিনি নিজেও কষ্ট করেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন, এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে।
বাড়িওয়ালাদের উদ্দেশে প্রতিমন্ত্রী লিখেছেন, কেউ আপনাদের হয়রানি করবে না যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন এবং এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম