ইউসুফ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেনÑ হালিমন (৫০), হালিমনের মেয়ে ফরিদা আক্তার (৩০), হালিমনের ননদ মোছাম্মৎ বেগম (২০), রাজু (৪), রাহুল (৬) ও দুলাল (৩৬)। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদারচরে যাওয়া পথে প্রচ- স্রোতের কারণে ডুবে যায়। এতে ৭ যাত্রী নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদারচর যাওয়ার জন্য রওনা দিলে কিছুদূর যাওয়ার পর প্রচ- স্রোতের কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও নিখোঁজ হয় সাতজন। শনিবার সকালে ধাপে ধাপে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে এ অভিযান শেষ হয় বলে জানান ডুবুরি দলের রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার মো. নুরুন্নবী।
কালুখালী থানার এসআই হারুন জানিয়েছেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হারুন জানান, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জিনাত আরা।
এছাড়া রাজবাড়ী সংসদ সদস্য কাজী কেরামত আলী, মো. জিল্লুল হাকিম এবং সংরক্ষিত আসনের কামরুনাহার চৌধুরী লাভলী গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা : প্রিয়াংকা