কিরণ সেখ : জনগণের কণ্ঠরোধ করতেই সরকার সুপরিকল্পিতভাবে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে বলে মন্তব্য করেছে বিএনপি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান অনৈতিক সরকার গণতন্ত্রকে ধ্বংস করার ধারাবাহিক প্রক্রিয়ায় ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আমার দেশ, দিনকাল ও শীর্ষ নিউজ অত্যন্ত জনপ্রিয় অনলাইন পত্রিকা।
তিনি বলেন, ক্ষমতাসীনরা ইতোপূর্বে আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করেন এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে এখনো কারাগারে বন্দি রাখা হয়েছে। ১৯৭৪ সালে যেভাবে সব পত্রিকা বন্ধ করে মাত্র ৪টি পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। একই কায়দায় বাকশাল চালু করার জন্য এখন আবার গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে অনলাইন পত্রিকাগুলো একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এবং অবিলম্বে পত্রিকাগুলো চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সম্পাদনা : আ. হাকিম