কিরণ সেখ : পুলিশের বাধার মুখে পড়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের বেইলি ব্রিজ থেকে প্রায় ৩০০ গজ পায়ে হেঁটে বিজয় স্মরণী উড়োজাহাজ ক্রসিং মোড়ে এসে গাড়িতে উঠলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার দুপুর পৌনে ২টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
এর আগে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের প্রবেশের মূল ফটক বেইলি ব্রিজ দিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান মির্জা আলমগীর। তবে শ্রদ্ধা জানানোর শেষে বেইলি ব্রিজ দিয়ে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ‘মির্জা ফখরুল’ বিজয় স্মরণী উড়োজাহাজ ক্রসিং মোড় দিয়ে যেতে বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে তিনি বিজয় স্মরণী উড়োজাহাজ ক্রসিং মোড়ে গেয়ে গাড়িতে উঠেন।
এই বিষয়ে শেরেবাংলা নগর থানার এএসআই সোহেল আমাদের অর্থনীতিকে বলেন, অনুষ্ঠানে বেশি লোক সমাগমের কারণেই বেইলি ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্রিজ দিয়ে যেতে দেওয়া হয়নি। তবে লোক সমাগম শেষে ব্রিজ খুলে দেওয়া হবে।
এ সময় ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম