ইসমাঈল হুসাইন ইমু : ভারতে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বিজিবির খেলোয়াড় ল্যান্স নায়েক মোঃ নূর হোসেন স্বর্ণপদক অর্জন করেছেন। বিজিবি জানায়, বিজিবির কারাতে খেলোয়াড় নূর হোসেন ভারতের ২য় উন্মুক্ত আন্তর্জাতিক কারাতে- ২০১৬ এর প্রথম দিনে গত শুক্রবার অংশগ্রহণ করে একটি স্বর্ণ পদক অর্জন করেন। এই খেলায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও সিঙ্গাপুর অংশগ্রহণ করছে। নূর হোসেনের আরও দুটি খেলায় অংশগ্রহণের কথা রয়েছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম