এল আর বাদল : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রীড়াবিদ গলফার যোগ্যতা অর্জন করে সরাসরি ব্রাজিলের রিও অলিম্পিকে খেলার সুযোগ পেল। এই ক্রীড়াবিদ আর কেউ নন, বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান, যার হাতে উঠেছে লাল-সবুজের পতাকা। গতকাল অলিম্পিকের উদ্বোধনী ঘোষণা আসার আগে দলগুলো মাঠে প্রবেশ করে। রিওর মারাকানা স্টেডিয়ামে ১৬তম দেশ হিসেবে প্রবেশ করে বাংলাদেশ। এসময় গলফার সিদ্দিকুর রহমানের হাতে বাংলাদেশের পতাকাটা মাথার উপরে উঁচু করে ধরা ছিল। পেছনে সিদ্দিক, বাকিরা গায়ে আকাশী ব্লেজার আর ছাই রংয়ের প্যান্টে লাল-সবুজের অ্যাথলেটরা এক এক করে পা রাখলেন মারাকানা স্টেডিয়ামে।
সিদ্দিকুরের ঠিক পেছনেই ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান, দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও সাঁতারু সোনিয়া আক্তার। এর পরের লাইনে ছিলেন দ্রুততম মানব মেজবাহ আহমেদ, শ্যুটার আবদুল্লাহ হেল বাকিসহ অন্যরা। গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। সিদ্দিকুর ছাড়াও বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার), শিরিন আক্তার (অ্যাথলেটিকস) ও মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩০৬ স্বর্ণপদকের জন্য লড়াই শুরু হয় গতকাল থেকেই। পুরুষদের ইভেন্টে ১৬১টি ও নারীদের জন্য ১৩৬টি আর মিশ্র ইভেন্টের নয়টি স্বর্ণপদকের জন্য লড়বেন প্রায় সাড়ে এগারো হাজার অ্যাথলেট। সম্পাদনা : আ. হাকিম