শাহানুজ্জামান টিটু : দলের জাতীয় নির্বাহী কমিটিতে এবার দুজন সাংবাদিককে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরা হলেনÑ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ। তিনি দলের নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী ঘোষিত কমিটিতে তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক পদ পেয়েছেন। গত কমিটিতে শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন স্থায়ী কমিটির সঙ্গে ভাইস চেয়ারম্যান ও দলের অন্যান্য পদের নাম প্রকাশ করেন। সম্পাদনা : এম আলম