আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রুয়েন শহরে একটি পানশালায় আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুভ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সেখানে দুর্ঘটনাবশত আগুন লেগেছে। চ্যানেলআই
স্থানীয় সংবাদমাধ্যমগুলো সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার বরাতে জানায়, ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপের থিমে সাজানো কিউবা লিবরে বারের বেজমেন্ট থেকে শুক্রবার গভীর রাতে বিকট বিস্ফোরণ ঘটে। ওই সময় বেজমেন্টে ছিল ১৮ থেকে ২৫ বছর বয়সী একদল তরুণ-তরুণী। কোনো একজনের জন্মদিন উদযাপনের জন্য বেজমেন্টটি তারা ভাড়া করেছিল। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে ৮ জন নিহত আর বাকিরা আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৫ জন। নরম্যান্ডি এলাকার ওই বারে রাত ১২.৫০-এ দমকল বাহিনী পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এরপর মৃতদেহ এবং আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বলে পুলিশ আপাতত ১১ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। স্থানীয় সময় রাত ৩টার দিকে উদ্ধারকাজ শেষ করে ভবনটি নিরাপদ ঘোষণা করে দমকল বাহিনী। সম্পাদনা : ইমরুল শাহেদ