শাহানুজ্জামান টিটু : দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিজের নতুন উপদেষ্টা পরিষদে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন স্থায়ী কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও প্রকাশ করেন।
৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদে ৫৩তম স্থানে তাহসিনা রুশদীরের নাম রয়েছে। বিএনপির গত কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।
সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। বিএনপির অভিযোগ, সরকার তাকে গুম করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
বিএনপি চেয়ারপারসনের নতুন উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়েছে গত স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমানকে। অসুস্থতার কারণে সাংগঠনিক কর্মকা-ে নিষ্ক্রিয় তিনি। গত কমিটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও মিজানুর রহমান মিনু, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুককে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সম্পাদনা : এম আলম