• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ফালুর পদত্যাগ ও শামীমের নাম প্রত্যাহারের আবেদন

প্রকাশের সময় : August 7, 2016, 1:08 am

আপডেট সময় : August 7, 2016 at 1:08 am

Faluশাহানুজ্জামান টিটু : সদ্য-ঘোষিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। এদিকে, কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তাদের একজন গত কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অন্যজন দলের সহ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা মোসাদ্দেক টেলিফোন করে একথা তাকে গতকাল শনিবার বিকালে জানিয়েছেন। তিনি বলেন, তিনি (ফালু) আমাকে টেলিফোনে শুধু বলেছেন, তিনি পদত্যাগ করেছেন। কেন করেছেন, কী কারণে করেছেন, তা বলেননি।

গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অনুমোদিত বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাতে ৩৭ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে মোসাদ্দেক আলীকে রাখা হয় ২৪ নম্বর স্থানে। গত কমিটিতে তিনি খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এবার ৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদে তাকে রাখা হয়নি। মোসাদ্দেক আলী এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত সচিবের দায়িত্বে ছিলেন। ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও হন তিনি। বর্তমানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।

এদিকে বিএনপির নতুন কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম নাম প্রত্যাহার করার জন্য মহাসচিব বরাবর চিঠি দিয়েছেন। শামীম বলেন, সহ-দফতর সম্পাদক থেকে সহ-প্রচার সম্পাদক করায় আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। আমি বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে ছিলাম, জেলে ছিলাম, মামলা চলছে, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি। সেখানে কোন বিবেচনায় আমাকে ডিমোশন দিয়ে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে? এই আত্মসম্মানবোধ থেকে আমি নাম প্রত্যাহারের আবেদন করেছি। সম্পাদনা : এম আলম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)