শাহানুজ্জামান টিটু : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য যুদ্ধাপরাধে মৃত্যুদ-ে দ-িত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। হুম্মামের চাচা গিয়াস কাদের চৌধুরীও নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিতে হুম্মাম কাদের চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাবার যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন গত বৃহস্পতিবার হুম্মামকে পুরান ঢাকার আদালতপাড়া থেকে ডিবি পরিচয়ে ধরে নেওয়া হয় বলে তার পরিবার ও আইনজীবীদের অভিযোগ। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
কমিটির কার্যনির্বাহী সদস্য পদে আরও নতুন যারা এসেছেন তারা হলেন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিন, মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও মীর নাছিরের ছেলে মীর হেলাল। সম্পাদনা : এম আলম