শাহানুজ্জামান টিটু : অত্যন্ত ভাইব্রান্ট একটি কমিটি হয়েছে, ডায়ন্যামিক একটি কমিটি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঘোষণাকালে তিনি এ মন্তব্য করেন।
চেয়ারপারসন খালেদা জিয়া অনুমোদিত নতুন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উচ্ছ্বসিত মির্জা ফখরুল বলেন, বিএনপির ইতিহাসে এতবড় কেন্দ্রীয় কমিটি করা হয়নি। সময়ের পরিক্রমায় বিএনপি একটি বড় দলে পরিণত হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মূল দলে জায়গা পাওয়ার যোগ্য হয়েছেন। তাদের জায়গা করে দিতেই কমিটি কিছুটা বড় হয়েছে।
তিনি বলেন, যে সমস্ত কোয়ালিটি একটি সংগঠনের জন্য প্রয়োজন, প্রত্যেকটি বিষয়ের উপর ভিত্তি করে এ কমিটি গঠন করা হয়েছে। দশম সংসদ নির্বাচন বর্জনের পর আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে ব্যর্থ বিএনপি এই কমিটি নিয়ে ফের চাঙা হয়ে উঠবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা মনে করি, এই কমিটি বাংলাদেশের রাজনীতিতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী ইতিবাচক ভূমিকা রাখবে।
কাউন্সিলের সাড়ে চার মাস পর ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন ফখরুল। এর আগে জাতীয় কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব মির্জা ফখরুল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার নাম ঘোষণা করা হয়। সম্পাদনা : এম আলম