স্পোর্টস ডেস্ক : ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সোনা জিতেন আদ্রিয়ান মুরহাউস। এরপর পুরুষদের ইভেন্টে সাঁতারে ইভেন্টে সোনা যেন সোনার হরিণ হয়ে ছিল যুক্তরাজ্যের কাছে। তবে এবার হয়তো সেই বন্ধ্যাত্ব ঘুচতে যাচ্ছে দেশটি। বিশ্বরেকর্ড করেই (৫৭.৫৫ সেকেন্ড) ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছেন অ্যাডাম পিটি। অবশ্য আগের বিশ্বরেকর্ডটাও তার দখলে ছিল। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিটির রেকর্ডটা ছিল ৫৭.৬২ সেকেন্ডের। দেখে মনে হচ্ছে ফাইনালেও আগে তাকে থামানোর মতো কেউ নাই। কারণ দ্বিতীয় অবস্থানে থাকা জাপানের ইয়াসুহিরো কোসেকি সময় নিয়েছেন ৫৮.৯১ সেকেন্ড।
যা পিটির চেয়ে পুরো এক সেকেন্ডেরও বেশি।