স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের প্রথম দিনে কোনো স্বর্ণপদক জিততে পারেনি চীন। তবে শীর্ষ প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র স্বর্ণ জিতেছে। প্রথম দিন শেষে পদক তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চীন মোট পাঁচটি পদক জিতেছে। শ্যুটিংয়ে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতেছে। সাতারে একটি রৌপ্য ও ফেনসিংয়ে একটি ব্রোঞ্জ জিতেছে।
যুক্তরাষ্ট্র শ্যুটিংয়ে স্বর্ণ জিতে নিয়েছে। তিনটি রৌপ্য পদক জিতেছে সাতারে। আর্চারিতেও একটি রুপা জিতেছে তারা। পাঁচটি পদক জিতেছে জাপানও। সাতারে তারা একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতেছে।
জুডোতে দুটি ও ভারোত্তলনে একটি ব্রোঞ্জ জিতেছে।
তবে তিন পদক জিতে তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ তারা দুটি স্বর্ণ জিতেছে। দুটি পদকই এসেছে সাতারে। বাকিটি ব্রোঞ্জ। সেটা এসেছে আর্চারি থেকে। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরিও দুটি স্বর্ণ জিতেছে। একটি ফেনসিং ও একটি সাতারে।