দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে ভিমরুলের হুলে অসুস্থ হয়ে তিন শিশু মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মা।
গত শনিবার বিকেল ৪টার দিকে আরাজিলস্করা গ্রামে এ ঘটনা ঘটে। তিন শিশু হলো ৬ বছরের হাদিফা, ৪ বছরের ফারজানা আক্তার ও ১১ মাস বয়সী মীম। তারা তিন বোন। মা তানজিনা বেগম (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুদের বাবা মো. ইসলাম মিয়া বলেন, গতকাল বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড়ে তিন শিশু খেলছিল। ওই ঝাড়ে বড় ভিমরুলের চাক ছিল। বাতাসে বাঁশে বাঁশে ঘষা লেগে চাক ভেঙে যায়। ভিমরুলগুলো শিশুদের হুল ফোটাতে শুরু করে। তাদের চিৎকারে মা তানজিনা বেগম ছুটে যান। তাকেও ভিমরুল হুল ফোটায়। অসুস্থ তিন বোন ও তাদের মাকে রাতেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাদিফা ও ফারজানা মারা যায়। মা ও ১১ মাসের শিশু মীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে সেখানে মীম মারা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বিকাশ মজুমদার বলেন, ভিমরুলের হুলে এনাফাইল্যাক্সিসে আক্রান্ত হয়েছিল মীম ও তার মা। এতে রোগীর রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, রক্তচাপ ?কমে যায়। একপর্যায়ে কিডনি বিকল হয়ে যায়। সম্পাদনা : প্রিয়াংকা