মামুন খান : রাজধানীর কল্যাণপুরের আলোচিত সেই ‘তাজ মঞ্জিল’ এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন এবং ছেলে মাজহারুল ইসলামসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের কর্তব্য কাজে বাধা ও তথ্য গোপনের মামলায় গতকাল রোববার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত অপর আসামিরা হলেন, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন এবং জাকির হোসেন। এদিন আসামিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গত ১ আগস্ট রাতে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।
পরদিন এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
এরআগে উক্ত আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। ওই রিমান্ড শেষে তারা কারাগারে ছিল। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম