ইসমাঈল হুসাইন ইমু : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।
গত শনিবার ‘টুডে নিউজ ৭১ ডটকম’ নামের একটি অনলাইন নিউজপোর্টাল এই মিথ্যা সংবাদটি প্রথম প্রকাশ করে। পরদিন গতকাল রোববার বাংলামেইল নামের আরেকটি অনলাইন নিউজপোর্টালে ওই ‘টুডে নিউজ ৭১’-এর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে।
তবে ওইদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলামেইলে সংবাদটি দেখা গেলেও সন্ধ্যা ৬টার দিকে আর দেখা যায়নি। এছাড়া ‘টুডে নিউজ ৭১’-এর সাইটটিও বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ডিএমপির সাইবার ক্রাইমের একজন কর্মকর্তা বলেন, তারা সার্বক্ষণিকই বিভিন্ন নিউজভিত্তিক অনলাইন মনিটরিং করে থাকেন। আপত্তিকর কোনো লেখা বা রাষ্ট্রদ্রোহবিষয়ক কোনো প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যে নিউজটি প্রকাশ করা হয়েছিল তাও মনিটরিং করা হয়েছে। ওই নিউজপোর্টালের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে এ নিউজপোর্টালটির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আপত্তিকর সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশের ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। এগুলোর মধ্যে অন্তত ৩০টিই হচ্ছে নিউজপোর্টাল। ওইদিনই ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সাইটগুলো বন্ধের নির্দেশ দেয় সরকার। সম্পাদনা : আ. হাকিম