আনিসুর রহমান তপন : টেরোরিজম নয়, অভ্যন্তরীণ কনস্ট্রাকশনের জন্য সাময়িক বন্ধ করা হয়েছে বৃটিশ কাউন্সিল। কনস্ট্রাকশন শেষে শিগগিরই এটি খুলে দেওয়া হবে। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে দুপুরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সেখানকার কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ যুক্তরাজ্য সরকারের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃটিশ কাউন্সিলের অধীনে কোনো পরীক্ষা বন্ধ হবে না। শিগগিরই খুলে দেওয়া হবে বলেও আমাকে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি সন্ত্রাস রোধে আমাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে বা কি করছে সেটা জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। জবাবে আমি তাদের জানিয়েছি আমাদের নিরাপত্তা বাহিনী চৌকষ ও দক্ষ। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জীবন বাজি রেখে কাজ করছে। তাছাড়া শুধু বাংলাদেশেই নয়। বিশ্বের অনেক দেশেই এ ধরনের হামলা হয়েছে। এমনকি যুক্তরাজ্যেও হয়েছে। তাই যুক্তরাজ্য সরকার আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আগাম তথ্য বিনিময় করেন, সেক্ষেত্রে আরও দ্রুত জঙ্গি-সন্ত্রাস দমন করা সম্ভব হবে। আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রদূতকে আরও বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গি-সন্ত্রাস পছন্দ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারাদেশের মানুষকে ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ আহ্বানে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এবং এক ও অভিন্ন হয়ে জঙ্গি দমনে কাজ করছে। সুতরাং কোনো ধরনের টেরোরিজম এ দেশে স্থান পাবে না বলেও রাষ্ট্রদূতকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম