নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার আগামী সেপ্টেম্বর মাসেই ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিলিপাইন ঘুরে এসে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ।
চারদিনের সফর শেষে শনিবার ম্যানিলা থেকে ঢাকায় ফিরেছেন দেবপ্রসাদ দেবনাথসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। দেবপ্রসাদ বলেন, যে দেড় কোটি ডলার ফিলিপাইনের বিচার বিভাগের কাছে রয়েছে, আগস্টের মধ্যেই তার আইনি প্রক্রিয়া শেষ হবে। ফলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই দেড় কোটি ডলার বাংলাদেশ ব্যাংক পেয়ে যাবে। তবে ফিলিপাইনের ক্যাসিনোতে যে টাকা ছড়িয়ে গেছে তা ফেরত পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দোতার্তে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন। ম্যানিলায় বাংলাদেশ মিশনে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত একথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
অপরদিকে চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে (আরসিবিসি) ১০০ কোটি পেসো (২ কোটি ডলারেরও বেশি) জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্পাদনা : পরাগ মাঝি