আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের শার্লোরোয়ি শহরে চাপাতি দিয়ে এক ব্যক্তি দুই নারী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন। শনিবারের এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী মারা যান। খবর বিবিসির।
চাপাতিতে আহত দুই পুলিশ কর্মকর্তা এখন শঙ্কামুক্ত। তারা বলেন, শহরের পুলিশ স্টেশনের বাইরে ওই হামলাকারী আক্রমণ করার সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন বেলজীয় প্রধানমন্ত্রী শার্লস মিশেল। মোবাইল ফোনে টেলিভিশিন চ্যানেল আরটিএলকে তিনি বলেছেন, প্রাথমিক লক্ষণগুলো পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছে। প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রধানমন্ত্রী শার্লস মিশেল ছুটিতে দক্ষিণ ফ্রান্সে অবস্থান করছেন। তিনি ছুটি সংক্ষিপ্ত করে রোববার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশে ফিরবেন। গত বছরের নভেম্বরে প্যারিসে চালানো ভয়াবহ জঙ্গি হামলা ও চলতি বছরের প্রথমদিকে ব্রাসেলসে চালানো জঙ্গি হামলায় জড়িত কয়েকজন শার্লোরোয়িতে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল। সম্পাদনা : প্রিয়াংকা