ডেস্ক রিপোর্ট : ডেভেলপার কোম্পানির সঙ্গে যোগসাজশে আরেকজনকে বাড়িওয়ালা সাজিয়ে ঋণের নামে ১২ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচা থেকে গতকাল রোববার বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেনÑ ইসলামী ব্যাংকের বংশাল শাখার সাবেক ইনভেস্টমেন্ট ইনচার্জ (বর্তমানে চাকরিচ্যুত) মো. শামছুদ্দিন, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক এবং মেসার্স থ্রি স্টার অ্যান্ড কোম্পানির মালিক এম এ মান্নান।
জানা যায়, মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে জমির মালিক আলী হোসেন গতবছর ছয়তলা ভবন নির্মাণের জন্য স্কাই লাইন লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। পরে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আল ফাত্তাহ হাবিবুল্লাহ ও এম এ মান্নান অন্য এক ব্যক্তিকে আলী হোসেন সাজিয়ে তার সই জাল করে দলিল তৈরি করে। এরপর ইসলামী ব্যাংকের এই দুই কর্মকর্তার সহযোগিতায় ব্যাংকের বংশাল শাখা থেকে মোট ১২ কোটি ১৩ লাখ ৩৭ হজার টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
এই ঘটনার অনুসন্ধান শেষে গত ২১ জুন বংশাল থানায় দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি আল ফাত্তাহ হাবিবুল্লাহ এখনো পলাতক রয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি