স্পোর্টস ডেস্ক : বয়স কেবল ১৯। আর তাতেই সাঁতারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন যুক্তরাষ্ট্রের কলেজ পড়ুয়া তরুণী কেটি লেডেকি। আর দুই মাত্র দুই সেকেন্ড কম সময় নিলে বিশ্বরেকর্ড হয়ে যেত। কিন্তু তাকে কী, চ্যাম্পিয়ন হতে নিজের পুরনো রেকর্ডটি ভেঙে ফেলেছেন তিনি। গত শনিবার রাতে এই আসরে নিজের প্রথম সোনা জিততে ৪০০ মিটার রিলেতে সময় নেন ৩:৫৬:৪৬ মিনিট। কেটি পেছনে ফেলেন ব্রিটেনের জ্যাজ কারলিন এবং আমেরিকার লেহ স্মিথকে। তারা পাঁচ সেকেন্ড সময় বেশি নিয়েছেন। আগের দিন হিটে লেডেকি ইঙ্গিত দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার। সবার আগে ফাইনাল নিশ্চিত করেন।