স্পোর্টস ডেস্ক : হতাশা কাটিয়ে উঠেছে চীন। রিও অলিম্পিকের দ্বিতীয় দিনে তিনটি স্বর্ণপদক লাভ করেছে এশিয়ার দেশটি। গতকাল রোববার গেমসের প্রথম দিনে দুটি রৌপ্য আর তিন ব্রোঞ্জ পেলেও কোনো ইভেন্টে স্বর্ণ পায়নি দেশটি। আজ দিনের প্রথমভাগেই চীনকে আনন্দের সাগরে ভাসান চীনা শুটার ঝ্যাং ম্যাংজু। ১০ মেটার এয়ার রাইফেলের স্বর্ণ জেতেন এই নারী। আট জনের ফাইনালে ১৯৯.৪ স্কোর করে স্বর্ণপদকটা নিজের করে নেন ঝ্যাং। রাশিয়ার ভাটালিনা বাতসারখিনা ১৯৭.১ স্কোরে রৌপ্য আর গ্রিসের অ্যানা কোরাকাকি ১৭৭.৭ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতেন। চীনের দ্বিতীয় স্বর্ণটি আসে ভারত্তোলন থেকে।
৫৬ কেজি ওজন শ্রেণিতে বিশ্বরেকর্ড মোট ৩০৭ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন লং কুইংকোয়ান।
সূত্র: জিনহুয়া