মমিনুল ইসলাম : সম্প্রতি প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভয়ে ফ্রান্স ভ্রমণ পরিত্যাগ করেছেন অনেক পর্যটক। ফ্রান্স সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন দেশের ধনবান পর্যটকদের বেশিরভাগকেই আসতে দেখা যাচ্ছে না।
গতকাল সোমবার দ্যা লোকালের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বারবার সন্ত্রাসী হামলার কারণেই এ পরিস্থিতি দেখা দিয়েছে। অনিবার্য কারণে লাখ লাখ পর্যটকের বেশিরভাগই তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে থাকতে পারেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৬ সালের শুরু থেকে সর্বোপরি বিদেশি পর্যটকদের ফ্রান্সে রাতযাপনের পরিমাণ কমেছে ১০ শতাংশ। আগস্ট ও সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের পরিমাণ কমেছে ২০ শতাংশ। ধনবান পর্যটক বিশেষত আমেরিকা, পূর্ব ও উপসাগরীয় দেশগুলোর পর্যটকরা এ গ্রীষ্মকালে অন্যত্র ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্রান্সের পর্যটনমন্ত্রী মাটিয়াস ফেকল বলেন, হামলার ঘটনায় এ তিন এলাকার ধনবান পর্যটকরা কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফলে বিলাসবহুল হোটেলগুলো অন্যান্য হোটেলের তুলনায় বেশি ক্ষতির সম্মুখীন।
প্যারিসের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে জাপানি পর্যটকের সংখ্যা কমেছে ৫৬ শতাংশ।
তবে ফ্রান্স পর্যটনমন্ত্রী বলছেন, অনেক পর্যটক ফ্রান্স ভ্রমণ পরিত্যাগ করা সত্ত্বেও বিশ্বে পর্যটক ভ্রমণের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে দেশটি।
২০১৫ সালে ফ্রান্সের মাটিতে বড় ধরনের দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপরও দেশটিতে গত বছর ৮ কোটি ৫ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। পর্যটক ভ্রমণে ফ্রান্সের পরের স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে দেশটিতে ভ্রমণ করেছেন ৭ কোটি ৮ লাখ পর্যটক। সম্পাদনা : রাশিদ রিয়াজ