দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী বলেন, আমার মা অভাব-অনটন বুঝতে দিতেন না। এমনও দিন গেছে যে বাজার করতে পারেননি। আমাদের বলেননি, আমার টাকা নাই। চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করে আচার দিয়ে বলতেন, চলো আমরা ‘গরিব খিচুড়ি’ খাব। গতকাল ওসমানী মিলনায়নে স্মৃতিচারণমূলক বক্তৃতার সময় প্রধানমন্ত্রী এ কথা জানান। সম্পাদনা : পরাগ মাঝি