স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রিয় অলিম্পিক ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল কিংবা অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট জিমন্যাস্টিকস এই তালিকায় নেই। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তার সাক্ষাৎকারে ওবামা নিজের প্রিয় ইভেন্টের কথা প্রকাশ করেছেন। সেখানে তিনি ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছে বলেছেন, ‘জিমন্যাস্টিকস দেখতে আকর্ষণীয় হলেও খুব বেশি টেনশন এখানে কাজ করে। সেজন্য অনেক সময় দেখতে ভালো লাগে না। তবে ১০০ মিটার স্প্রিন্ট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলেও এত তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় যে তার আমেজ খুব বেশিক্ষণ ধরে রাখা যায় না। তবে, ২০০ মিটার স্প্রিন্ট দারুণভাবে উপভোগ করা যায়।’ নিজের ফেবারিট অলিম্পিয়ান প্রসঙ্গে বলতে গিয়ে একবাক্যে ওবামা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসে ওয়েন্সের নাম। ১৯৩৬ সালে ওয়েন্স ২০০ মিটারে স্প্রিন্টে স্বর্ণসহ চারটি স্বর্ণপদক জয় করেছিলেন।সাক্ষাতকারের শেষে ওবামা রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে বলেছেন, ‘লাল, সাদা, নীলের জন্য ঘরে স্বর্ণ নিয়ে আসো।’ মিশেল ওবামা বলেছেন, ‘এই পথচলার প্রতিটি পদক্ষেপে আমরা আছি তোমাদের সঙ্গে। আমরা তোমাদের ভালবাসি।’ সম্পাদনা : পরাগ মাঝি