মেহেদী মাসুদ : অবশেষে চলমান রিও অলিম্পিক গেমসের তৃতীয় দিনে স্বর্ণ পদকের দেখা পেল স্বাগতিক ব্রাজিল। মহিলাদের জুডোতে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বাগতিকদের প্রথম স্বর্ণ উপহার দেন রাফায়েলা সিলভা। ৩১তম অলিম্পিক আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই স্বাগতিকরা আশানুরূপ নৈপূণ্য দেখাতে ব্যর্থ হচ্ছে। এমনকি ফুটবলেও তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। অবশেষে গেমসের তৃতীয় দিনে এসে সাফল্যের মুখ দেখলো স্বাগতিক ব্রাজিল। সোমবার কারিয়োকা এরিনা টুতে রাফায়েলা সিলভার মাধ্যমে ব্রাজিলের প্রথম স্বর্ণ প্রাপ্তি স্বাগতিকদের কিছুটা স্বস্তি এনে দেয়।
বিশ্বের এক নম্বর খেলোয়াড় মঙ্গোলিয়ান সুমিয়া ডোরসারেনকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন সিলভা। ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল সিডাডে ডি ডিয়াস ফাভেলার একটি ছোট্ট শহরে ছেলেবেলা কেটেছে অত্যন্ত দরিদ্র্র পরিবারের মেয়ে সিলভার। সে কারণেই তাকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস ছিল ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে। চার বছর আগে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে পদক জয়ী সবাই এবারও অংশ নিয়েছেন। যেজন্য বিশেষ করে মহিলা জুডোর এই ইভেন্ট নিয়ে বাড়তি আকর্ষণ ছিল। জাপানের বিশ্ব চ্যাম্পিয়ন ও লন্ডনের স্বর্ণপদক জয়ী কায়োরি মাতসুমোতো সেমিফাইনালে পরাজিত হয়ে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জয় করেছেন। সম্পাদনা : পরাগ মাঝি