মেহেদী মাসুদ : চলমান রিও অলিম্পিকে নিজের ইভেন্টগুলো দেখার জন্য টুইটারে ৪ মিলিয়ন ভক্ত, সমর্থক ও বন্ধুবান্ধবের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। কারণ চলমান অলিম্পিকেই ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছেন তিনি। রিও জেনিরোতে সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ভক্ত সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বোল্ট।
ইতিহাস গড়ার দারুণ এক সুযোগ বোল্টের সামনে। রিও অলিম্পিকের ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিততে পারলেই ইতিহাস গড়বেন তিনি। কারণ ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকেও এ ইভেন্টগুলোতে স্বর্ণ জিতেছিলেন তিনি। এবার গলায় তিনটি স্বর্ণ ঝুলাতে পারলেই ট্রেবল জিতবেন তিনি। ট্রেবল জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী বোল্ট। তাই তার খেলার ভক্ত, সমর্থক ও বন্ধুবান্ধবদের রিওতে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘রিও’তেও সবকটি স্বর্ণ জিতবো আমি। তাই তোমাদের বলছি, রিওতে আসো। আমার খেলা দেখো এবং আনন্দ উপভোগ করো। কারণ আমি তোমাদের হতাশ করব না।
আনন্দ-উল্লাস করতে করতে একসাথে বাড়ি ফিরব। তবে ১৮ তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’
আনন্দের জন্য ১৮ তারিখ পর্যন্ত ভক্ত, সমর্থক ও বন্ধুবান্ধবদের অপেক্ষা করতে বলার কারণ হলো- ওইদিনই ৪০০ মিটার রিলে দিয়ে রিও অলিম্পিক শেষ করবেন বোল্ট। আর ১৩ আগস্ট ১০০ ও ১৬ আগস্ট ২০০ মিটারের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী বোল্ট। সম্পাদনা : পরাগ মাঝি