স্পোর্টস ডেস্ক : অলিম্পিকের এবারের আসরের প্রথম দিনটি ভারতীয়দের জন্য বেশ হতাশার ছিল। সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজরা সবাই বিদায় নিচ্ছিলেন একে একে। তবে দ্বিতীয় দিনে পদকের হাতছানি দেখছে দেশটি। ভল্ট আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনালে পৌছে গেছেন দীপা কর্মকার। রোববার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেমেছিলেন দীপা। তবে ব্যর্থ হয়েছেন অলরাউন্ড জিমন্যাস্টের ফাইনালে উঠতে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে দীপার স্কোর দাঁড়ায় ১৪ দশমিক ৮৫০। প্রথম ভারতীয় হিসেবে এই ইভেন্টে এমন দক্ষতা দেখান।