স্পোর্টস ডেস্ক : জিকা ভাইরাস আর ব্যক্তিগত কারণ দেখিয়ে অলিম্পিকে আসেননি সিমোনা হ্যালেপ, রাউনিচরা। ইনজুরির কারণে খেলতে পারছেন না রজার ফেদেরারও।
গেমস শুরু হলে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন ভেনাস উইলিয়ামস ও নোভাক জকোভিচরা। এরপর বিদায় নিলেন নম্বর ওয়ান সেরেনা উইলিয়ামসও।
রাফায়েল নাদাল এখনো টিকে থাকলেও সেরেনার বিদায়ে অর্ধেক পথেই বিবর্ণ হয়ে পড়লো এবারের অলিম্পিক। সরাসরি সেট সেরেনাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ইউক্রেনের ইলিনা ভিতোলিনা।
এর ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন র্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা এ ইউক্রেন তরুণী। অবশ্য গতকাল আর কোনো দুর্ঘটনা ঘটেনি। চেক তারকা পেত্রা কেভিতোভা প্রথম সেটে ৪-৬ এ হারলেও পরের দুই সেটে রাশিয়ার মাকারোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন কেভিতোভা। বড় বোন ভেনাস বাদ পড়ার পর সেরেনার বিদায়ে টেনিস থেকে যুক্তরাষ্ট্রের স্বর্ণ পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।