স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে একই ইভেন্টে যৌথভাবে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই সাঁতারু। চলতি আসরে এমনই ঘটনা ঘটেছে মেয়েদের সাতার ইভেন্টে। আসরের ষষ্ঠ দিনে ১০০ মিটার ফ্রিস্টাইল সাতারে একই সঙ্গে সাঁতার শেষ করেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডার পেনি ওলেকজিয়াক। দুই জনই সময় নেন ৫২.৭০ সেকেন্ড। ফলে বিচারকরা স্বর্ণের জন্য দু’জনকেই মনোনিত করেন। উল্লেখ্য, একই ধরনের ঘটনা ঘটেছিল ২০০০ সালে সিডনি অলিম্পিকে। সেখানেও একই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন দুই সাঁতারু। তারা হলেন, যুক্তরাষ্ট্রের গ্যারি হল জুনিয়র ও অ্যান্থনি আরভিন। এদিন অবশ্য নিয়ম অনুযায়ী রৌপ্য পদকটি পাননি কেউ। তবে ৫২.৯৯ সেকেন্ড সময় নিয়ে সাতার শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন সুইডেনের সারা সুস্ট্রোম।