‘ব্যাড মমস’। খারাপ মায়েরা। কেমন কথা! মা আবার খারাপ হন নাকি! না, বিচলিত হওয়ার কিছু নেই। চলচ্চিত্রের নাম ‘ব্যাড মমস’ হলেও প্রকৃত অর্থে কোনো মাকে খারাপ বলা হচ্ছে না এখানে। মূলত ভদ্র-সুবোধ মা হিসেবে দায়িত্ব পালন করতে করতে অতিষ্ঠ হয়ে যাওয়া কয়েকজন মাকে নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী। গতকাল ১২ আগস্ট ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। জন লুকাস ও স্কট মুরের যৌথ পরিচালনায় এতে অভিনয় করেছেন মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্যাথরিন হ্যানসহ আরও অনেকে।
কমেডি ঘরানার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলা কুনিসকে। গৃহবধূ এমি মিচেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমি ঘরে বাইরে নিজেকে একজন সফল নারী ভাবেন। ভালো স্বামী পেয়েছেন, ছেলেমেয়েরাও পড়াশোনায় ভালো করছে, সুখের সংসার, কর্মজীবনেও সফল তিনি। তবে পারিবারিক ও কর্মজীবন সামলাতে গিয়ে নানা চাপে তাকে পিষ্ট হতে হয়। সবদিক রক্ষা করা কঠিন হয়ে পড়ে অনেক সময়। অতীষ্ঠ হয়ে একসময় সব ছেড়ে বন্ধনহীন জীবনযাপনে উৎসাহী হয়ে ওঠেন। একই সমস্যায় বিপর্যস্ত আরও দুই নারী এসে যুক্ত হন তার সঙ্গে। বন্ধনহীন উদ্দাম জীবনযাপন করতে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হন তারা।