মেয়ের (মৌ) পছন্দের বাসন্তী রঙের শাড়ি কেনার জন্য বাবা (হাসান ইমাম) তার পছন্দের তানপুরাটা বিক্রি করে দেন। কিন্তু তাতেও সমাধান না হওয়ায় মৌ আত্মীয়ের কাছে টাকা ধার চায়। টাকা দেবেন বলে সেই আত্মীয় মৌকে তার বাড়িতে ডাকেন। সেখানে শ্লীলতাহানির শিকার হয় মেয়েটি। তারপর আত্মহত্যার জন্য ছুটে চলা…
এদিকে সজল তার ভালবাসার মানুষটির জন্য বাসন্তী রঙের শাড়ি কিনে বাড়ি যাওয়ার পথে শুনতে পায় যে, মেয়েটি তাকে ঠকিয়েছে। অন্য কারও হাত ধরে পালিয়েছে সে। অচেনা দুই বঞ্চিত মানুষ মৌ ও সজল এবার কাছাকাছি আসতে শুরু করে। জড়িয়ে পড়ে ভালবাসার সম্পর্কে। একটি বাসন্তী রঙের শাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছে টেলিছবি ‘বসন্ত এসে গেছে’। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। টেলিছবিটি শিগগিরই যে কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।