অভি মঈনুদ্দীন : গুনী নাট্যরচয়িতা ও নির্মাতা এজাজ মুন্নার নির্দেশনায় গত ঈদে ‘প্রেমের অলিগলি’ নামক একটি নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর। তবে এর আগে একটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করলেও জুটিবদ্ধ হয়ে প্রথম কাজ করেন ‘প্রেমের অলিগলি’ নাটকে। নাটকটি প্রচারের পর নির্মাতা এজাজ মুন্না, ইরফান সাজ্জাদ এবং সাবিলা নূর বেশ সাড়া পান। যে কারণে এজাজ মুন্না তার নতুন ধারাবাহিক নাটক ‘আস্থা’তে আবারো জুটিবদ্ধ করেন ইরফান সাজ্জাদ ও সাবিলা নূরকে। এরইমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে এজাজ মুন্না নির্দেশিত এই নতুন ধারাবাহিক নাটকের কাজ’র প্রথম লটের কাজ শেষ হয়েছে। নির্মাতা জানান আসছে ১৮ আগস্ট থেকে এনটিভিতে প্রচার শুরু হবে নাটকটির। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে এজাজ মুন্না বলেন, ‘আজ সর্বত্রই অস্থিরতা। সর্বত্রই আস্থার সংকট। এই সংকট থেকে পরিবারও বাইরে নয়। যে কারণে, যে ভুলের কারণে এই আস্থার সংকট সেই ভুল কাটিয়ে সেই আস্থার জায়গায় আবার মানুষকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আস্থা নাটকটি নির্মাণ করেছি আমি। কারণ আমি মনেকরি মানুষই পারে ধ্বংসস্তুপ থেকে নিজেকে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে।’ নাটকটিতে আরিব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং আরশিয়া চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এককথায় মুন্না ভাই অসাধারণ গুণী একজন নির্মাতা। তিনি এমনই একজন নির্মাতা যিনি তার কাজের আগেই প্রস্তুতি নিয়ে কাজে নামেন। যে কারণে অনেক বেশি দৃশ্য থাকলে বেশ ভালোভাবে দ্রুত কাজ শেষ হয়ে যায়। তারসঙ্গে কাজ করে আমি মুগ্ধ। সাবিলা অভিনয়ে খুব ভালো করছে। তারসঙ্গে আমার এই নতুন কাজটিও দর্শকের ভালোলাগবে।’
সাবিলা নূর বলেন, ‘মুন্না ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। তিনি নিজে যেমন একজন গুছানো পরিচালক ঠিক তেমনি তার ইউনিটও বেশ গুছানো। আর এমন গুছানো, পরিপাটি ইউনিটে কাজ করতেই আমার ভালোলাগে। আস্থা ধারাবাহিকটি নিয়ে আমি সত্যিই খুব আশাবাদী।’
ইরফান সাজ্জাদ অভিনীত প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে রয়েছে মাছরাঙ্গা টিভিতে ‘নয় ছয়’, দেশ টিভিতে ‘কমিউনিটি’, চ্যানেল আইতে ‘প্যাঁচফোড়ন’ ও ‘অর্কিড’। তার মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ ও আলভী আহমেদ’র ‘ইউটার্ন’। এদিকে সাবিলা নূর অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে নাজনীন হাসান চুমকী’র ‘নাগরদোলা’, অনিমষে আইচের ‘বুবুনের নাত সতেরো’।
ছবি : গোলাম সাব্বির