নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বি-বার্ষিক নির্বাচনে মামুনুর রশীদকে সভাপতি এবং মনোয়ার হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। ১১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এবারের নির্বাচনে ২৭টি পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী ছিল না! তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ সদস্যের নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক। তিন সদস্যের নির্বাচন কমিশনে আরও ছিলেন মান্নান হীরা এবং শর্মিলী আহমেদ।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন : সভাপতি- মামুনুর রশীদ, সহ-সভাপতি- মোহন খান, এম এনায়েত উল্লাহ পাটোয়ারী ও মাহবুবা শাহরীন তায়েব মিতু, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন পাঠান, সহ-সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসেন দোদুল ও অরণ্য আনোয়ার, সাংগঠনিক সম্পাদক- রফিক উল্লাহ সেলিম, অর্থ সম্পাদক- মুজিবুর রহমান মুজিব, দফতর সম্পাদক- রেজাউল হক রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আনজাম মাসুদ, আইনবিষয়ক সম্পাদক-তারেখ মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এ কে আজাদ, আর্কাইভবিষয়ক সম্পাদক- জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক- আনসারুল আলম লিংকন, শিক্ষা ও গবেষণা সম্পাদক- জহির আহমেদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক-মো. জামাল উদ্দিন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন মাহফুজ আহমেদ, শাকুর মজিদ, মাজহারুল ইসলাম, শাহরিয়ার শাকিল, আলী বশির, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, মোজাহের উদ্দিন চৌধুরী কমল, মুনতাসির মামুন সাজু, আরশাদ আদনান।