নিজস্ব প্রতিবেদক : অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চলচ্চিত্র যাত্রা নিয়ে প্রামাণ্যচিত্র ‘সুলতান’। গতবছর দিলশাদুল হক শিমুল নির্মিত প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ফরিদপুরে। আজ ১৩ আগস্ট তারেক মাসুদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি আবারও দেখানো হবে। এবার দেখবেন ময়মনসিংহের দর্শকরা।
শিমুল জানান, ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি প্রদর্শনী হবে ‘সুলতান’-এর। প্রদর্শনীর পর তারেক মাসুদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেবেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
নির্মাতা জানান, প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদের দর্শন ও চলচ্চিত্রের ভাবনাগুলো। তিনি যেভাবে সিনেমা ফেরি করে বেড়াতেন, ঠিক সেভাবেই ‘সুলতান’কে দেখানা হচ্ছে।
ভবিষ্যতে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান শিমুল।