• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে আনসার লাঞ্ছিত

প্রকাশের সময় : August 13, 2016, 12:32 am

আপডেট সময় : August 13, 2016 at 12:32 am

সুজন কৈরী : রাজধানীর শাহবাগে কামাল হোসেন (৩২) নামে এক আনসার সদস্যকে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার কামাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, আহত ওই আনসার সদস্য গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায় বাঁশি বাজিয়ে উদ্যান থেকে সকলকে বের হওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় ৫-৬ জন যুবক অনুরোধ না রেখে ওই আনসার সদস্যের সঙ্গে বাক-বিত-ায় জড়ায়। একপর্যায়ে আনসার সদস্য কামাল হোসেনকে মারধর করে ওই যুবকরা চলে যায়। পরে তিনি ঢামেক হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
কামাল হোসেন জানান, সন্ধ্যার পর উদ্যানের ভেতরে কেউ থাকতে পারবেনা এমন নির্দেশ রয়েছে। তাই তিনি সবাইকে উদ্যান থেকে বের হয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু কয়েকজন ছেলে অনুরোধ না রেখে তাকে মারধর করেছে। ওই যুবকদের দেখে ছাত্র মনে হয়েছে। তারা কোথায় পড়ে বা তাদের পরিচয় জানেন না তিনি। তবে দেখলে চিনতে পারবেন। মারধরে তার মাথায় প্রচ- ব্যথা হচ্ছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানেও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান আনসার সদস্য কামাল। তিনি আরও জানান, বিষয়টি তিনি শাহবাগ থানার ওসিকে জানাতে গেলে ওসি তাকে পরে আসার জন্য বলেন। সম্পাদনা : পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)