সুজন কৈরী : রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবোর একটি বাড়ির ছাদ থেকে দুই শিশু ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু দুটি হচ্ছে হুমায়রা বিনতে মাহবুব (৬) ও মাশরাফি ইবনে মাহবুবের (৭)।
শুক্রবার রাত ১০টার দিকে বাসাবো কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে ১৫৭/২ নম্বর ষড়ঋতু নামক একটি ছয়তলা ভবনের চিলেকোঠা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই শিশুদের বাবার নাম মাহবুব রহমান। তিনি ওয়াসায় কর্মরত।
মাহবুব জানান, তিনি এশার নামাজ পড়তে গিয়েছিলেন। বাসায় ফিরে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে দরজা খুলে ভেতরে ঢুকে বিছানার উপর তিনি দুই সন্তানের লাশ দেখতে পান। ওই সময় শিশুদের মা তানজিন রহমান ঘরে ছিলেন না।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কারা, কেন এই হত্যাকা- ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। আমরা কাজ করছি।
তবে পুলিশ প্রাথমিক ধারণা করছে, দুই শিশুকে তাদের মা হত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন। সম্পাদনা : পরাগ মাঝি