ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মরদেহ আজ শনিবার দেশে আনা হবে। সকাল সাড়ে ৭ টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন মরহুমের স্বজনরা। গতকাল শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটলের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার ‘এফ’ ব্লকের এক নম্বর সড়কের ২ নম্বর বাসায়।
বাদ জোহর বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর মরহুমের মরদেহ সড়ক পথে নিয়ে যাওয়া হবে নিজ জেলা নাটোরে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বৃহস্পতিবার রাতে কলকাতা রবীন্দ্রসদন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান পটল। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। বাংলানিউজ