• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

জামিন পেলেন বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জন

প্রকাশের সময় : August 15, 2016, 12:22 am

আপডেট সময় : August 15, 2016 at 12:22 am

মামুন খান : অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খানসহ তিনজনকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।
শুনানি শেষে রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিরা হলেন, পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ।
আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন জহিরুল ইসলাম মোল্লা এবং প্রিয়লাল সাহা। জামিন শুনানিতে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংবাদ প্রকাশ করে ‘টুডে নিউজ ৭১ ডটকম’ নামের একটি অনলাইন নিউজপোর্টাল। পরে বাংলামেইল নিউজপোর্টালটি ওই ‘টুডে নিউজ ৭১’-এর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে এর প্রতিবাদ করে। কিন্তু এ মামলার বাদী ভুল বুঝে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তাই আমি এই আসামিদের জামিনের প্রার্থনা করছি। বয়স্ক বিবেচনায় তাদের জামিন দিলে তারা পলাতক হবেন না। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদেরকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট তাদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা সিএমএম আদালত।
গত ৯ আগস্ট রাজধানীর পল্টন থানায় বাংলামেইলের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জনকে ৮ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে ৭০/১ ইনার সার্কুলার রোডে নিউজ পোর্টালটির কার্যালয় থেকে আটক করে র‌্যাব ৩ এর সদস্যরা। সম্পাদনা : প্রিয়াংকা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)