ইসমাঈল হুসাইন ইমু : ঢাকা মেট্রোপলিটন এলাকায় দায়িত্বরত নারী ট্রাফিক সার্জেন্টদের স্কুটি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ২২ নারী সার্জেন্টকে স্কুটি হস্তান্তর করেন। এটিতে করে রাজধানীর বিভিন্ন স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন নারী সার্জেন্টরা।
ডিএমপি কমিশনার বলেন, নারীরা সবক্ষেত্রেই সমানভাবে এগিয়ে চলেছেন। পুলিশের নারী সদস্যরাও পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করছেন। কোনো কোনো ক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের কাজের সাফল্য পুরুষদের চেয়েও বেশি। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে নারী সার্জেন্টরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন বলেও প্রত্যাশা তার।
কমিশনার আরও বলেন, নারী সার্জেন্টরা স্কুটি চালিয়ে দায়িত্ব পালনকালে যেখানে প্রয়োজন দ্রুত সেখানে পৌঁছতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুটি ব্যবহার করা হয়। বাংলাদেশেও প্রথমবারের মতো পুলিশ বাহিনীতে ২২টি স্কুটির ব্যবহার শুরু হলো। তিনি বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, মো. মনিরুল ইসলাম, জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্পাদনা : সুমন ইসলাম