মমিনুল ইসলাম : ডোপিং কেলেঙ্কারির ঘটনায় রিও অলিম্পিকে এ পর্যন্ত টিকে থাকা রাশিয়ার একমাত্র ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটকেও নিষিদ্ধ করেছে ক্রীড়া পরিচালনা পর্ষদ। গত শনিবার দেশটির লং জাম্পার দারিয়া ক্লিশিনাকে অবশেষে নিষিদ্ধ করে আইএএএফ। এতে করে চূড়ান্ত অবমাননা ভোগ করছে রাশিয়ার ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। বিবিসি, রয়টার্স, সিএনএন।
এর আগে ডোপিং পরীক্ষা শেষে এ নারী অ্যাথলেটকে পরিচ্ছন্ন ঘোষণা করে আইএএএফ। পরে নতুন এক অ্যান্টি ডোপিং তদন্তের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। সর্বশেষ তদন্তে ডোপিংয়ের নতুন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। আগামী মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার।
রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে ডোপিং দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে রিও অলিম্পিকে দেশটির সব ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইএএএফ। তবে একমাত্র দারিয়া ডোপিং নেয়নি বলে সন্তোষ প্রকাশ করে ক্রীড়া পরিচালনা পর্ষদ।
নিষিদ্ধ করার পর ২৫ বছর বয়সী এ রুশ অ্যাথলেট বেশ জোর দিয়েই বলেছেন, ‘আমি একজন পরিচ্ছন্ন অ্যাথলেট।’ কোর্ট অব আর্বিট্রেইশন ফর স্পোর্টে (সিওএস) এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
দারিয়া ফেসবুক পেজে বলেছেন, ‘আমি ইতোমধ্যে অনেকবার প্রমাণ করেছি এবং যে কোনো সন্দেহ দূর করেছি। আমি আমার ভাবমূর্তি রক্ষা করতে সম্ভাব্য সব প্রচেষ্টা চালিযে যাব।’ নিজেকে ভোগান্তির শিকার বলে দাবি করেন তিনি।
দারিয়া রিও অলিম্পিকে লং জাম্পে অংশ নিবেন। আগামী মঙ্গলবার এ খেলা শুরু হবে। এর আগে ২০০৭ সালে বিশ্ব যুব চ্যাম্পিয়ন হয়েছিল সে। সম্পাদনা : রাশিদ রিয়াজ