এম রবিউল্লাহ : নয়াদিল্লিতে ১০ দিন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। গত ৩ আগস্ট উত্তর প্রদেশের বারাণসির একটি রোড শোতে অসুস্থ হন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে জ্বর, পানি শূন্যতা ও কাঁধের ব্যথা নিয়ে ভর্তি হন তিনি। এনডিটিভি
সোনিয়ার একজন চিকিৎসক জানান, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাকে নিয়মিত বিশ্রামে থেকে ওষুধ সেবন করতে হবে। আগামী সপ্তায় তাকে হাসপাতালে এসে শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হবে।
সোনিয়া গান্ধীর বাম কাঁধে সার্জারি হয়েছে এবং ব্যথা সেরে উঠেছে। আর্মি রিসার্চ অ্যান্ড রিফারেল হসপিটাল থেকে তাকে পরে স্যার গঙ্গা রাম হসপিটালে স্থানান্তর করা হয়েছিল। ২ আগস্ট মধ্য রাতে তাকে বারাণসি থেকে দিল্লি আনা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে বারাণসির রোড শো সংক্ষিপ্ত করেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী।
বারাণসি উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি কেন্দ্র। রোড শো চলাকালে অসুস্থ হয়ে পড়ায় সোনিয়া গান্ধীর জন্য টুইটারে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভানেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পাদনা : রাশিদ রিয়াজ